News71.com
 Bangladesh
 17 Aug 24, 10:19 PM
 59           
 0
 17 Aug 24, 10:19 PM

মন খারাপের কিছু নেই, কাজ করতে অপারগ হলে চলে যাব॥ উপদেষ্টা সাখাওয়াত

মন খারাপের কিছু নেই, কাজ করতে অপারগ হলে চলে যাব॥ উপদেষ্টা সাখাওয়াত

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এতে মন খারাপের কিছু নেই।’ মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে গতকাল শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি।’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব।’ অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে এসেছেন শপথ নেওয়া নতুন উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন