News71.com
 Bangladesh
 17 Aug 24, 10:19 PM
 88           
 0
 17 Aug 24, 10:19 PM

রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই॥ সমন্বয়ক মাহফুজ আলম

রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই॥ সমন্বয়ক মাহফুজ আলম

 

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু গণমাধ্যম বাজেভাবে বা উদ্দেশ্যমূলক অনুবাদ করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের দ্বৈত প্রাধান্য কমিয়ে আনতে এবং সংস্কার হাসিল করতে নিজেদের রাজনৈতিক দল আনার চিন্তাভাবনা চলছে সমন্বয়কদের মধ্যে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানোর পর দ্রুত নির্বাচন ও অন্যান্য ইস্যুতে নিজেদের চাওয়া পূরণে এই দল আনা হবে।


তিনজন সমন্বয়কের বরাত দিয়ে গত শুক্রবার এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রসঙ্গে এক বিবৃতিতে মাহফুজ আলম বলেন, ‘রয়টার্সে আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে ও কাজ করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন