News71.com
 Bangladesh
 19 Aug 24, 10:26 AM
 45           
 0
 19 Aug 24, 10:26 AM

ক্রসফায়ারে হত্যা॥ সাবেক এসপি আনিসসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ক্রসফায়ারে হত্যা॥ সাবেক এসপি আনিসসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

 

নিউজ ডেস্কঃ যশোরে বিচার বহির্ভূত হত্যার ঘটনায় জেলার সাবেক পুলিশ সুপার ও বর্তমান রাজশাহী বিভাগের ডিআইজি আনিসুর রহমানসহ ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার (১৮ আগস্ট) যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নিহত আবু সাঈদের স্ত্রী পারভীন খাতুন বাদী হয়ে আদালতে এ মামলা করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজিকে আদেশ দিয়েছেন।বাদীর আইনজীবী শহীদ ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- যশোরের মণিরামপুর থানার তৎকালীন ওসি মোল্যা খবির আহমেদ, এসআই তাসমীম আহমেদ, এসআই শাহীন, দুর্গাপুর গ্রামের মৃত দুর্গাপদ সিংহের ছেলে সুব্রত সিংহ, জিনার আলীর ছেলে মতিউর রহমান, জয়পুর গ্রামের মৃত নওশের আলী মেম্বারের ছেলে মোন্তাজ আলী, খোর্দগাংড়া গ্রামের মৃতা আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহমেদ। মামলার বাদী অভিযোগে উল্লেখ করেছেন, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উপজেলার জয়পুর বাজারের পল্লী চিকিৎসক বজলুর রহমানের দোকান থেকে আবু সাঈদকে আটক করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন