News71.com
 Bangladesh
 23 Aug 24, 09:50 AM
 20           
 0
 23 Aug 24, 09:50 AM

৪ ব্যক্তির কারণে পতন ঘটে শেখ হাসিনা সরকারের॥ ইন্ডিয়ান এক্সপ্রেসের মুল্যায়ন

৪ ব্যক্তির কারণে পতন ঘটে শেখ হাসিনা সরকারের॥ ইন্ডিয়ান এক্সপ্রেসের মুল্যায়ন

 

নিউজ ডেস্কঃ ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতন ও দেশত্যাগের পেছনে চারজনের একটি চক্র দায়ী। তাদের ‘গ্যাং অব ফোর’ হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই নেতা বলেছেন, চারজনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার বক্তব্য রয়েছে। শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও ‘পুরোপুরি বিস্মিত’ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের একজন বলেছেন, ‘আমরা টেলিভিশনের খবর থেকে তার দেশত্যাগের খবর জানতে পারি। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতাকর্মী। এমন অবস্থায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়া এক্সপ্রেস। সরকার পতনের পেছনে তারা তাদের মন্তব্য জানিয়েছেন।

‘গ্যাং অব ফোর’ অ্যাখ্যা দেওয়া আওয়ামী লীগের ওই নেতা বলেন, ‘শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই চক্রটি (‘গ্যাং অব ফোর’) শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। তার দৃষ্টিতে এই চার নেতা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ (জয়), বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এই চারজন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন। তাদের ওপর তার ছিল অন্ধবিশ্বাস। শেখ হাসিনার সহজাত যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল, তা তিনি এদের কারণে হারিয়েছেন।’এই নেতার অভিযোগ- শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন