News71.com
 Bangladesh
 23 Aug 24, 10:22 PM
 50           
 0
 23 Aug 24, 10:22 PM

মোদির ঢাকা সফরের প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের মামলায় সাবেক এমপিসহ ১৯৮ আসামী॥

মোদির ঢাকা সফরের প্রতিবাদে চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের মামলায় সাবেক এমপিসহ ১৯৮ আসামী॥

 

নিউজ ডেস্কঃ ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ মিছিলে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার সামনে পুলিশের গুলিতে হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাওলানা রবিউল ইসলাম (২৪) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রবিউল ইসলামের পিতা আবদুল জব্বার বাদী হয়ে হাটহাজারী থানায় ১৯৮ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক ছৈয়দ ওমর।

এজাহার সূত্রে জানা গেছে, মামলায় হাটহাজারী মডেল থানার সাবেক ওসি মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান (ফটিকছড়ির সাবেক এমপি) সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার এস এম রশিদুল হক ও দুই উপজেলা চেয়ারম্যানসহ সুনির্দিষ্ট ২৮ জন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন পুলিশ সদস্য ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিহত রবিউল ইসলাম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা ইউনিয়নের মুন্সিরহাট বলা গ্রামের বাসিন্দা। তিনি হাটহাজারী বড় মাদ্রাসার দাওরায়ে হাদিসের সমাপনী (২০২১ সালের) পরীক্ষার্থী ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন