News71.com
 Bangladesh
 24 Aug 24, 10:02 AM
 34           
 0
 24 Aug 24, 10:02 AM

কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড॥

কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড॥

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে দেখা গেছে। শুক্রবার দুপুর ২টায় সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড উত্তর রামপুরস্থ কোম্পানির ২নম্বর ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, জুমার নামাজের পর প্রাণ কোম্পানির ডিপোতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে অক্ষম হলে পরবর্তী একে একে ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কোম্পানির ডিআইসি ফোরকান উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ কোম্পানির চিপস, চানাচুর, চাল, ডাল, সরিষা তেল, লবণ, ডিটারজেন্ট পাউডার, হারপিক, অলটাইম প্রোডাক্টের পাউরুটি, কেক, মধুবন, টোস্ট, রোল, চকলেটসহ কনফেকশনারিসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন