News71.com
 Bangladesh
 14 Nov 24, 10:55 AM
 9           
 0
 14 Nov 24, 10:55 AM

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সৈনিকদের প্রস্তুত থাকতে হবে॥ সেনাপ্রধান

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সৈনিকদের প্রস্তুত থাকতে হবে॥ সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সিগন্যালস্‌ ট্রেনিং সেন্টার এন্ড স্কুল যশোরের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তার বক্তব্যে কোর অব সিগন্যালস্‌ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান। এছাড়া, কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন