News71.com
 Bangladesh
 15 Mar 25, 11:06 PM
 110           
 0
 15 Mar 25, 11:06 PM

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক॥

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে রোববার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ নামের একটি ব্যানারে। শনিবার (১৫ মার্চ) দুপুরে অবরোধ কর্মসূচির পক্ষে মাইকিং করা হয়েছে। এদিন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

তিনি বলেন, জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে। এর প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানান সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন