News71.com
 Bangladesh
 27 Apr 25, 11:21 PM
 24           
 0
 27 Apr 25, 11:21 PM

এস আলমের আরও ৪৩৫ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ॥

এস আলমের আরও ৪৩৫ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ॥

 

নিউজ ডেস্কঃ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৪৩৪ দশমিক ৮৬ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুল আলমের বনানী ডিওএইচএসের প্রতিটি ৩ হাজার ৫৯০ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।দুদক সূত্র বলেছে, এসব জমির দলিলমূল্য ১ হাজার ৫৫৯ কোটি ৪৮ লাখ টাকা। আর দুটি ফ্ল্যাটের মূল্য ২ কোটি ৯৪ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন