News71.com
 Bangladesh
 24 Jan 16, 02:34 AM
 1428           
 0
 24 Jan 16, 02:34 AM

শৈত্য প্রবাহ থাকবে আরও ২ দিন ।। জনজীবন বিপর্যস্থ

শৈত্য প্রবাহ থাকবে আরও ২ দিন ।। জনজীবন বিপর্যস্থ

নিউজ ডেস্ক : বাংলাদেশে চলছে শৈত প্রবাহ । রাজধানি ঢাকাসহ সারাদেশে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্থ। গত দুইদিন সূর্য দেখা যাচ্ছনা বললেই চলে।কোন নিদৃষ্ট অনচল নয় দেশের উত্তর-দক্ষিন, পূর্ব -পশ্চিম সবখানেই তীব্র শীত অনুভব হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত শীতে কেউ মারা যাওয়ার খবর না আসলেও অসংখ্য মানুষের অসুস্হতার খবর পাওয়া যাচ্ছে। আগামী দুইদিনও পরিস্থিতির কোন উন্নতি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

উল্লেখ্য গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের কিছু জেলায়। এখানে তাপমাত্রা রেকর্ড হয় ৮। এছাড়াও চুয়াডাংগায় ১০, খুলনায় ১২ তাপমাত্রা রেকর্ড হয়। তবে যাই তাপমাত্রা রেকর্ড হোক না কেন রিয়েল ফিল আরও অনেক কম।

সারাদেশে হটাত করে তাপমাত্রা কমে যাওয়ার কারনে অনেক মানুষ ঠান্ডা জনিত কারনে অনেক রোগে আক্রান্ত হচ্ছে । বয়স্কদের পাশাপাশি বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে। ইতিমধ্যেই ফরিদপুরের বাচ্চারা প্রচন্ড শীতে মারাত্মক শ্বাস কষ্টে ভূগছে। অনেক স্কুল বন্ধ ঘোষনা করতে বাধ্য হতে হয়েছে কতৃপক্ষকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন