সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে নারীসহ আটক করা হয়েছে।পুলিশ জানায় আটককৃতরা হলেন শরণখোলা উপজেলার কালিবাড়ি গ্রামের তোতাম্বর আলীর ছেলে সোহাগ মোল্লা ওরফে রাহুল(৩৪) ও মংলার সেলিম হাওলাদারের মেয়ে জান্নাতি ইসলাম সুখী(১৯)।
আজ বিকেলে মোড়েলগঞ্জের তেতুলবাড়িয়া বাজার থেকে এদেরকে আটক করা হয়। আটককৃত ভুয়া এনএসআই কর্মকর্তা সোহাগ মোল্লা আগামী মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছে তাদের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচছিল।
বিষয়টি লোকজানাজানির এক পর্যায়ে পুলিশকে জানানো হয়। পুলিশ আজ ওৎপেতে কৌশলে হতেনাতে তাদের ধরে ফেলে। ঘটনার সময় ওই ভূয়া পরিচয়দানকারী প্রতারক সোহাগ বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচ.এম মুরাদ হোসেনের নিকট থেকে নগদ টাকা গ্রহন করছিলেন।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারক সোহাগ এক পর্যায়ে নিজেকে হিউম্যান রাইটস প্রটেকশন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে পরিচয় দেন।
উল্লেখ্য পুলিশের হাতে আটকের আগে সোহাগ ও তার এই নারীসহকর্মী নিশানবাড়িয়া ইউনিয়নের আব্দুর রহিম বাচ্চু, জিউধরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম বাদশা, বহরবুনিয়া ইউনিয়নের ফজলুর রহমান হাওলাদারসহ অনেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে।