News71.com
 Bangladesh
 07 Aug 17, 07:04 AM
 184           
 0
 07 Aug 17, 07:04 AM

বিদেশের আরো সাত গুরুত্বপূর্ন শহরে বাংলাদেশের মিশন স্থাপনের অনুমোদন দিল মন্ত্রীসভা ।।

বিদেশের আরো সাত গুরুত্বপূর্ন শহরে বাংলাদেশের মিশন স্থাপনের অনুমোদন দিল মন্ত্রীসভা ।।

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনি ও কানাডার টরেন্টোসহ সাত গুরু্ত্বপূর্ন শহরে বাংলাদেশের নতুন সাতটি মিশন স্থাপন এবং ইতিমধ্যে স্থাপিত ১৭টি মিশনকে ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় । মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছন । সভা শেষে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম,সিয়েরালিওনের ফ্রি টাউন,রোমানিয়ার বুখারেস্ট,ভারতের চেন্নাই, অস্ট্রেলিয়ার সিডনি এবং কানাডার টরেন্টোতে বাংলাদেশের নতুন মিশন হবে।

এ ছাড়া ১৭টি মিশন ২০১৪ সাল থেকে কাজ চালিয়ে আসছে, যেগুলোর অনুমোদন আগে নেওয়া হয়নি। রুলস অব বিজনেস অনুযায়ী মিশন স্থাপনের আগে মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়। এ কারণে এখন ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে স্থাপনের অনুমোদন দেওয়া মিশনগুলোর মধ্যে চারটি মিশন আগে বন্ধ হয়ে গিয়েছিল জানিয়ে শফিউল আলম বলেন,ওই চারটির সঙ্গে আরও তিনটি নতুন মিশন খোলার অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৪ সাল থেকে চালু থাকা মিশনগুলো হলো এথেন্স, মিলান, মুম্বাই, ইস্তাম্বুল, লিসবন, কুনমিং, বৈরুত, মেক্সিকো সিটি, ব্রাসিলিয়া, পোর্ট লুইস, কোপেনহেগেন, ওয়ারশ, ভিয়েনা, আদ্দিস আবাবা, আবুজা, আলজিয়ার্স ও গোয়াহাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন