News71.com
 Bangladesh
 07 Aug 17, 07:56 AM
 220           
 0
 07 Aug 17, 07:56 AM

রাখী বন্ধন উৎসবে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে দু'দেশের ভ্রাতৃত্ববোধের মিলন মেলা।।  

রাখী বন্ধন উৎসবে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে দু'দেশের ভ্রাতৃত্ববোধের মিলন মেলা।।   

নিউজ ডেস্কঃ ভাই এর কপালে দিলাম ফোটা,জম দুয়ারে পড়লো কাটা। দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক বজায় রাখতে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শূন্য রেখায় অনুষ্ঠিত হলো বিজিবি ও বিএসএফ এর মধ্যে রাখী বন্ধন উৎসব। আজ সোমবার বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্য রেখায় এ উৎসবে যোগ দেন বিএসএফ ও বিজিবি’র নারী ও পুরুষ সদস্যরা। সীমান্তে দুই বাহিনীর মাঝে রাখি বন্ধন উৎসবটি মিলন মেলায় পরিনত হয়।

বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি খাইয়ে ও রাখি পরিয়ে দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করেন। বিএসএফের নারী সদস্যরা বিজিবির পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান। অপরদিকে বিজিবির নারী সদস্যরাও বিএসএফের পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান। এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টিও উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব উল আলম নিউজ৭১ ডটকমকে জানান,সীমান্তে দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রৃতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য দু'দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন