News71.com
 Bangladesh
 26 Jan 16, 01:28 AM
 1205           
 0
 26 Jan 16, 01:28 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর উপস্থিতিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর উপস্থিতিতে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের তিনটি বার্তা, প্রথমত একটা বিশেষ সমাবর্তনের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করতে চাই । ২য়ত, প্রধান প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যশোরকে বেছে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় ওস্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের লাখো শিক্ষার্থীর যোগাযোগের জন্য একটি চক্র রেললাইন প্রতিষ্ঠা করতে হবে।

উপাচার্যের ব্ক্তব্যের জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি গওহর রিজভী বলেন, ঢাকায় ফিরে তিনি দাবী গুলোর বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যশোরের দাবীর কথা জানাবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে গওহর রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একটা ডিগ্রি দেয় না। মেধারও প্রশিক্ষণ দেয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন আনিসুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব, কোষাধ্যক্ষ শেখ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন