News71.com
 Bangladesh
 26 Jan 16, 01:07 AM
 1137           
 0
 26 Jan 16, 01:07 AM

সারাদেশে সড়ক দূর্ঘটনায় নিহত ১২ আহত ২০

সারাদেশে সড়ক দূর্ঘটনায় নিহত ১২ আহত ২০

নিউজ ডেস্ক : সারাদেশে সড়ক দূর্ঘটনার অন্তত পক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশী । ঘন কুয়াশার কারনে এসকল দূর্ঘটনা ঘটছে বলে ধারনা করা হচ্ছে। এর মধ্যে কুমিল্লায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়। নিহতরা হচ্ছেন- প্রাইভেট কারের যাত্রী জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী (৪৫), তার স্ত্রী (৩৫), মেয়ে (৭) ও কাজের মেয়ে (১৩)। তাদের অপর মেয়ে (৫) ও ছেলে (৩) স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি রয়েছে। জানাগেছে প্রাইভেট কারটি কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ইউনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। টামটা এসে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে কারটি পাশের খাদে পড়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এদিকে আজ সকালে ঘন কূয়াশার কারনে সিরাজগঞ্জে একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একজনের বাড়ীতে উঠে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় আরও অন্তত ৫ জন মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন