News71.com
 Bangladesh
 01 Feb 16, 01:44 AM
 1016           
 0
 01 Feb 16, 01:44 AM

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ।। নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ন পরীক্ষার আশা শিক্ষা মন্ত্রীর

এসএসসি ও সমমানের পরীক্ষা আজ ।। নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ন পরীক্ষার আশা শিক্ষা মন্ত্রীর

নিউজ ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে সর্বমোট ১৪ লাখ ৭৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। তবে এবার পরীক্ষা দেয়ার জন্য নাম নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহন করছে না ২ লাখ ২০ হাজার ৫৪০ জন শিক্ষার্থী । এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষায় অংশ না নেয়াকে ঝরে পড়া হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। এবারের পরীক্ষা সুষ্ট ও নকলমুক্ত করার জন্য সরকারের তরফ থেকে বেশকিছু কারযকরি পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন সরকারের গৃহিত পদক্ষেপের কথা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার জন্য দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধন করে ১৬ লাখ ৯৫ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে ২০১৬ এর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৪ লাখ ৭৪ হাজার ৯২৭ জন। অর্থাৎ দুই লাখ ২০ হাজার ৫৪০ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছে না। এছাড়া ফরম পূরণ করলেও অসংখ্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন