News71.com
 Bangladesh
 01 Feb 16, 12:26 PM
 1169           
 0
 01 Feb 16, 12:26 PM

সোনালী ব্যাংকের জিএমের বিরুদ্ধে দুদকের মামলা।।

সোনালী ব্যাংকের জিএমের বিরুদ্ধে দুদকের মামলা।।

নিউজ ডেস্ক : নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম )ননীগোপাল নাথের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। গত সোমবার কমিশন ননীগোপাল নাথের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেয়।

২০১২ সালে ননীগোপাল নাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ গ্রহণ করেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদের হিসাব দেননি তিনি।

উল্লেখ্য সোনালী ব্যাংকের বিতর্কিত এই কর্মকর্তা দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন