News71.com
 Bangladesh
 02 Feb 16, 01:12 AM
 1059           
 0
 02 Feb 16, 01:12 AM

মার্চে ৭৬৫টি ইউপি নির্বাচন ।। তফসিল ১৪ ফেব্রুয়ারির মধ্যেই

মার্চে ৭৬৫টি ইউপি নির্বাচন ।। তফসিল ১৪ ফেব্রুয়ারির মধ্যেই

নিউজ ডেস্ক :ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু করার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। দেশে প্রথম ধাপে একদিনে ৭৬৫টি ইউপি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। রোজার আগেই সারা দেশের সাড়ে চার হাজার ইউপির নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জানা গেছে পরীক্ষা, রোজা ও পূজা-এসব কারণে এবারের ইউপি নির্বাচনের সময় নির্ধারণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেটি না হলে ১৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি। তবে তফসিল ঘোষণার বিষয়টি সম্পুর্ণ রূপে নির্ভর করছে আইন মন্ত্রণালয় থেকে নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা ভেটিং হয়ে আসার উপর। এইচএসসি পরীক্ষাকে বিবেচনায় রেখে মার্চে প্রথম ধাপের নির্বাচনের মধ্যে দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন