News71.com
 Bangladesh
 04 Feb 16, 06:59 AM
 1134           
 0
 04 Feb 16, 06:59 AM

অচিরেই আসছে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী ইনু

অচিরেই আসছে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী ইনু

নিউজ ডেস্ক : চলতি বছরের মাঝামাঝি সময়ে সংসদে উঠতে যাচ্ছে জাতীয় সম্প্রচার আইন-২০১৬। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য সংসদের বাজেট অধিবেশনে সম্প্রচার আইনটি সংসদে পাশ করানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনসের সঙ্গে আজ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট রেডিও এবং ইন্টারনেট টেলিভিশনসহ সব ধরনের সম্প্রচার মাধ্যম এ আইনের আওতায় পরিচালিত হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রীফিং এ মন্ত্রী আরও বলেন," জাতীয় সম্প্রচার আইনের খসড়া প্রায় প্রস্তুত। আশা করি, দুই সপ্তাহের মধ্যেই আমরা এটি হাতে পাব। এরপর সর্বসাধারণসহ অংশীজনদের মতামত নেওয়ার জন্য আইনের খসড়াটি ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য বাংলাদেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৫টি টেলিভিশন চ্যানেল অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৩টি চ্যানেল বন্ধ রয়েছে। বাকি ৪২টির মধ্যে সরকারি ৩টি চ্যানেলসহ সম্প্রচারে আছে ২৭টি, সম্প্রচারের অপেক্ষায় রয়েছে ১৫টি বেসরকারি টিভি চ্যানেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন