নিউজ ডেস্কঃ দক্ষিণ বঙ্গের বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮টি রুটে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। সভাপতিসহ নেতাদের ওপর হামলা ও এ ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা এ ধর্মঘট আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে।
আজ বুধবার বিকেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান,গতকাল মঙ্গলবার বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ নেতাদের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ রাখেনি। থানায় মামলা দায়ের করতে গেলে সে মামলাও নেওয়া হয়নি। তবে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত কোনো ধর্মঘটের ডাক দেওয়া হয়নি। রুপাতলীতে বাস,মিনিবাস মালিক সমিতি রয়েছে। তারা ধর্মঘটের ডাক দিলে দিতে পারে।