News71.com
 Bangladesh
 29 Aug 17, 08:31 AM
 1251           
 0
 29 Aug 17, 08:31 AM

পটুয়াখালীর কলাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

নিউজ ডেস্কঃপটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামের বাঁধঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে মো.ইউসুফ কাজী ও তার চাচাতো ভাই রাজ্জাক কাজীর মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে রাজ্জাক কাজীর লোকজন ওই জমিতে চাষাবাদ করতে গেলে ইউসুফ গাজীর লোকজন এতে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মহিলারা লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

এ ঘটনায় উভয় পক্ষ জমি তাদের বলে দাবি করেছেন। তবে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে স্থানীয়রা জানান। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো.বেল্লাল হোসেন নিউজ৭১ ডটকমকে জানান, ভর্তি হওয়া রোগীরা কম বেশি অাহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। কলাপাড়া থানার ওসি তদন্ত মো. আলী আহম্মেদ জানান, এ ঘটনার খবর শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ আভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন