নিউজ ডেস্কঃ বরিশালে ৫০ টাকা মূল্যমানের চারটি সৌদি রিয়ালসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যা্ব-৮। আজ সোমবার দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো-ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের মিজানুর রহমান,গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার ব্রাম্মনডাঙ্গা গ্রামের বখতিয়ার শেখ এবং একই গ্রামের মাহমুদ শেখ।
র্যা ব-৮ সূত্র জানায়,আটকরা ডলার প্রতারক চক্রের সদস্য। তারা সৌদি রিয়াল দিয়ে অধিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের অবস্থান নিশ্চিত হয়ে নথুল্লাবাদে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাাব।