News71.com
 Bangladesh
 26 Dec 17, 12:07 PM
 1234           
 0
 26 Dec 17, 12:07 PM

টানা তৃতীয় দিনের মতো দক্ষিণবঙ্গের ৬ রুটে বাস চলাচল বন্ধ।। যাত্রী ভোগান্তি চরমে

টানা তৃতীয় দিনের মতো দক্ষিণবঙ্গের ৬ রুটে বাস চলাচল বন্ধ।। যাত্রী ভোগান্তি চরমে

নিউজ ডেস্কঃ ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়িকে ন্যায্য হিসাব না দেওয়ার অভিযোগে বরিশাল ও ঝালকাঠি মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে ঢানা তৃতীয় দিনের মতো দক্ষিণাঞ্চলের ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার পর্যন্ত বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। কিংবা ঝালকাঠি থেকে কোনো বাস ছেড়েও আসেনি। এতে এসব রুটে চলাচলরত যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।

ঝালকাঠি বাস মালিক সমিতির নেতা আ. ছত্তার হাওলাদার বলেন,বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠির গাড়ি চালচল করতে না দেওয়া পর্যন্ত এ অবস্থা চলবে। এদিকে,বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন,এ সমস্যা নিরসনে আজ বুধবার বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন