নিউজ ডেস্কঃ বরিশালে মৎস্য অধিদফতরের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১২টায় নগরীর কাশপুরে মৎস্য প্রজনন কেন্দ্রের কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। মৎস্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ড. মো. অলিয়ুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. লোকমান আলী, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ যমুনার কর্মকর্তা লে. কমান্ডার মো. ফাইজ উদ্দিন, কোস্টগার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম. নাজিউর রহমান এবং নৌ-পুলিশ পরিদর্শক আবু তাহের। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হকের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
কর্মশালায় বলা হয়, আমরা ভবিষ্যতের কথা চিন্তা না করে প্রতিনিয়ত সামুদ্রিক সম্পদ আহরন করছি। এ কারণে দিন দিন সম্পদ ফুরিয়ে যাচ্ছে। আমাদের সামুদ্রিক সম্পদের সুরক্ষা দিতে হবে। সৃষ্টি করতে হবে সুমদ্রজীবীদের বিকল্প কর্মসংস্থান। এশিয়ার বৃহৎ দেশ চীন বছরে ৭১ দিন সামুদ্রিক সম্পদ আহরন নিষিদ্ধ করেছে। ভারতও প্রথমে সামুদ্রিক সম্পদ সুরক্ষায় ৪১দিন সমুদ্র সম্পদ আহরন নিষিদ্ধ করে। এতে সাফল্য পাওয়ায় ভারত নিষেধাজ্ঞার সময় ২০দিন বাড়িয়ে ৬১ দিন করেছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশও ৬৫দিন সমুদ্রসম্পদ আহরন নিষিদ্ধ করেছে। ভবিষ্যৎ সমুদ্র সম্পদ রক্ষায় সরকার সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট হাতে নিয়েছে বলে কর্মশালায় জানানো হয়।