নিউজ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একই দিন রাতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৩) এবং অপর এক বিধবা (৩৫) নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে বড় মানিকা এবং ফুলকাচিয়া এলাকায় দুটি ঘটনা ঘটেছে। আজ শুক্রবার উভয় ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভিকটিমদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৮ম শ্রেণির ওই ছাত্রীর মা তাকে রেখে বাবার বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে একই এলাকার আব্দুল রশিদের ছেলে মো. সোহাগ ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর বাবা বাড়ি আসলে তার মেয়ের ডাকচিৎকার শুনতে পায়। বাবা এগিয়ে গেলে ধর্ষক তার পিতাকে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন ।
অপরদিকে একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের বিধবা নারী (৩৫) গত বৃহস্পতিবার রাতে ঘরের পাশে মুরগীর খামারে খাবার দিতে গেলে ওই এলাকার মাদক সেবী মাকসুদ, ছালাউদ্দিন ও আলমগীর তাকে মুখ চেপে পার্শ্ববর্তী গরুর খামারে নিয়ে হাত পা বেঁধে গণধর্ষণ করে। পরে সকালে স্থানীয়রা তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ধর্ষিতার বড় বোন মামলা করবেন বলে জানিয়েছেন ।ভোলা সদর হাসপাতালের সিনিয়র নার্স সারজিনা জানান, ধর্ষিতাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে।