News71.com
 Bangladesh
 29 Aug 19, 11:25 AM
 1071           
 0
 29 Aug 19, 11:25 AM

এটি একটি অপপ্রচার এবং ষড়যন্ত্রের অংশ॥ ভাইরাল হওয়া ভিডিও ইস্যুতে এমপি পঙ্কজ দেবনাথ

এটি একটি অপপ্রচার এবং ষড়যন্ত্রের অংশ॥ ভাইরাল হওয়া ভিডিও ইস্যুতে এমপি পঙ্কজ দেবনাথ

নিউজ ডেস্কঃ ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি আপত্তিকর ভিডিও কয়েকদিন ধরে বেশ ঘোরাঘুরি করছে। যেটি বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের বলে প্রচার করা হচ্ছে। এদিকে বিষয়টিকে অপপ্রচার এবং ধারবাহিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা। গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেটিকে থাকা পুরুষকে আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ বলে দাবি করছে বিভিন্নমহল। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে পঙ্কজ দেবনাথ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো নতুন না। এর আগেও আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। এবারও যা হচ্ছে সেটিও ওই ধারবাহিক ষড়যন্ত্রের অংশ। এটাকে আমি তেমন কোনো বিষয় মনে করি না। কারণ বিষয়টির কোনো সতত্য নেই। যদিও আমি ভিডিওটি বা ভাইরাল হওয়া বিষয়টি এখনো দেখিনি। তবে আমার পরিবার আমাকে এটা শিক্ষা দেয়নি। সামনে মেহেন্দীগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পতভাবে এসব ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এটির বিপক্ষে কোন আইনী পদক্ষেপ নেয়া যায় কি না অবশ্যই সেটি আমি দেখবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন