নিউজ ডেস্কঃ নিজের স্ত্রীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর অভিযোগে হওয়া মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ হামিদ এই দণ্ডাদেশ দেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর ছয় আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। দণ্ডিত ইয়াকুব আলী হাওলাদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের বাসিন্দা।মামলার বিচার চলাকালে চার্জশিটে উল্লেখিত ২৪ জনের স্বাক্ষির মধ্যে মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য নেওয়ার পর বিচারক ওই রায় ঘোষণা করলেন।