নিউজ ডেস্কঃ দেরিতে হলেও ভোলার মেঘনায় ধরা পড়ছে ইলিশ। এতে সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত। জেলে, আড়তদার ও পাইকারদের হাকডাকে জমজমাট হয়ে উঠেছে মাছের ঘাট। এদিকে, দেরিতে হলেও নদীতে মাছ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। মাছ বিক্রির টাকায় লোকসান পুষিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী তারা। জেলেরা জানায়, এতোদিন নদীতে মাছের দেখা মেলেনি, এতে বেশিরভাগ জেলে দাদন আর মহাজনের দেনায় চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু গত দুইদিন ধরে নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এতে দেনা পরিশোধ হবে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। ভোলার খাল, ইলিশা ও বিশ্বরোড ঘাটসহ বেশ কয়েকটি ঘাট ঘুরে এ তথ্য পাওয়া যায়।