News71.com
 Bangladesh
 01 Oct 19, 10:35 PM
 940           
 0
 01 Oct 19, 10:35 PM

যানজট এড়াতে বরিশাল নগরে নির্দিষ্ট এলাকায় হলুদ ইজিবাইক চলাচল বন্ধ॥

যানজট এড়াতে বরিশাল নগরে নির্দিষ্ট এলাকায় হলুদ ইজিবাইক চলাচল বন্ধ॥

নিউজ ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী যানজট এড়াতে বরিশাল মহানগরের গুরুত্বপূর্ণ ও যানজট বহুল এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। যদিও মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরের ফলে নগরে যানজট কিছুটা কমলেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বৈধ গাড়ির সংখ্যা বাড়লে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। বরিশাল মহানগর পুলিশের সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মঙ্গলবার থেকে নগরের জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড়, কাকলীর মোড় থেকে সিটি করপোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড়, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গির্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি করপোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকেরপুল পর্যন্ত উচ্চ আদালত দ্বারা নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন