News71.com
 Bangladesh
 20 Oct 19, 12:01 PM
 893           
 0
 20 Oct 19, 12:01 PM

টাকার বিনিময়ে জেলে ছেড়ে দেওয়ার অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার॥  

টাকার বিনিময়ে জেলে ছেড়ে দেওয়ার অভিযোগে ২ পুলিশ প্রত্যাহার॥   

নিউজ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক জেলেদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে তাদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- মেহেন্দিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার ও কনস্টেবল সুমন সিকদার।

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান। স্থানীয় ও থানা সূত্র জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের লালখাড়াবাদ নদীতে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করেন এএসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা। আটকের পর জেলেদের কাছে টাকা দাবি করেন এএসআই দেলোয়ার ও কনস্টেবল সুমন সিকদার। পরে স্থানীয় দুই ব্যবসায়ী টাকা দিয়ে ওই জেলেদের ছাড়িয়ে আনেন। এ ঘটনায় জেলেরা ক্ষুব্ধ হয়ে পোলতাতলী বাজারে বিক্ষোভ করলে বিষয়টি জানাজানি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন