News71.com
 Bangladesh
 28 Jun 21, 06:45 PM
 700           
 0
 28 Jun 21, 06:45 PM

২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত ১৮১॥ উপসর্গসহ মৃত্যু ৭

২৪ ঘণ্টায় বরিশালে করোনা শনাক্ত ১৮১॥ উপসর্গসহ মৃত্যু ৭

নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বিগত ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিলো দেড়শত। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৯৯ জন। এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫ জনের এবং পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ শ ছাড়িয়ে ৩০১ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে মোট ৭ হাজার ৬৪১ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৪৩৬ জন, ভোলা জেলায় নতুন ১২ জনসহ মোট ২০৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ২০৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট আক্রান্ত ১৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৬১১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন