News71.com
 Bangladesh
 10 Jul 21, 05:57 PM
 667           
 0
 10 Jul 21, 05:57 PM

বরিশালে একদিনে নতুন শনাক্ত ২৮৪॥ ২৪ ঘন্টায় মৃত্যু ১৬

বরিশালে একদিনে নতুন শনাক্ত ২৮৪॥ ২৪ ঘন্টায় মৃত্যু ১৬

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৯ জনে। পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন ও করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় পাঁচজন ও বরিশাল জেলায় দু’জনসহ মোট সাতজন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬৯৪ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৭৬ জন নিয়ে নয় হাজার ১৮৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৪ জন নিয়ে দুই হাজার ৭৮৬ জন, ভোলা জেলায় নতুন ১৭ জনসহ দুই হাজার ২২১ জন, পিরোজপুর জেলায় নতুন ৪০ জন নিয়ে দুই হাজার ৯৪৩ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে আক্রান্ত এক হাজার ৭৮০ জন ও ঝালকাঠি জেলায় নতুন ১৯ জন শনাক্ত নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৪ জন। এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জনের ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৮৮ জনের মধ্যে ২২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন