News71.com
 Bangladesh
 13 Jul 21, 06:39 PM
 674           
 0
 13 Jul 21, 06:39 PM

বরিশালে নবনির্বাচিত ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ॥

বরিশালে নবনির্বাচিত ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ॥

নিউজ ডেস্কঃ বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তবে আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন। কেউ শপথ ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন