News71.com
 Bangladesh
 29 Nov 21, 08:06 PM
 685           
 0
 29 Nov 21, 08:06 PM

বরিশালে ১৪০ মণ জাটকা জব্দ করে দুস্থদের মধ্যে বিতরণ করল নৌপুলিশ॥

বরিশালে ১৪০ মণ জাটকা জব্দ করে দুস্থদের মধ্যে বিতরণ করল নৌপুলিশ॥

নিউজ ডেস্কঃ বরিশালে নৌ-পুলিশের অভিযানে ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বরিশাল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ‌্যালয় সংলগ্ন হিরণ পয়েন্ট এ চেকপোস্ট বসিয়ে রোববার রাতে তল্লাশি চালানো হলে একটি ট্রাক ও বেপারী পরিবহনের একটি বাস থেকে ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা ইলিশ সোমবার সকাল থেকে বরিশাল পুলিশ লাইন্স মাঠে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন