News71.com
 Bangladesh
 29 Jun 22, 05:36 PM
 1155           
 0
 29 Jun 22, 05:36 PM

নলছিটিতে প্রাইভেটকারে ইয়াবা-গাঁজাসহ আটক ২।।

নলছিটিতে প্রাইভেটকারে ইয়াবা-গাঁজাসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ  ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) ভোরে দপদপিয়ার চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার আবু তালেব মোল্লার ছেলে মো. নাইম মোল্লা (২৩) এবং একই গ্রামের মৃত মজিবর খানের ছেলে মো. ইরাজ খান (৩৯)।  

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমানের নেতৃত্বে সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় গোপালগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে এসব মাদক পাওয়া যায়। ওসি মু. আতাউর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন