News71.com
 Bangladesh
 12 Jul 22, 01:39 PM
 1240           
 0
 12 Jul 22, 01:39 PM

চান্দিনায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু।।

চান্দিনায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিনের মৃত্যু হয়েছে। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূঁইয়ার ছেলে।  সোমবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যু হওয়ায় ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব এ তথ্য জানান। 

জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিন ভূঁইয়া চান্দিনা উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি চান্দিনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি গেলে তিনি মারা যান। এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তার হার্টে দুইটি রিং বসানো ছিল। তার জানাজা নামাজ বাদ জোহর ইউনিয়নের পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন