News71.com
 Bangladesh
 17 Jul 22, 05:20 PM
 874           
 0
 17 Jul 22, 05:20 PM

মেঘনার চরে আটকা ফেরি কনকচাঁপা উদ্ধার ।।

মেঘনার চরে আটকা ফেরি কনকচাঁপা উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী দুটি ট্রাকসহ ফেরি কনকচাঁপা মেঘনা নদীর ডুবো চরে উঠে আটকা পড়ে। পরে শেষ রাত ৩টার দিকে জোয়ারের পানি বাড়লে চলতে শুরু করে ফেরিটি।  জানা যায়, শনিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে গেলে ফেরিটি চরে উঠে যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন মজুচৌধুরীরহাট নৌ-পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) কামাল হোসেন।

তিনি জানান, চরে আটকা পড়া ফেরিটি জোয়ারের পানি এলে নেমে যায়। পরে সেটি ভোলার উদ্দেশে ছেড়ে গেছে।  জানা গেছে, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে মালবাহী দুটি ট্রাক নিয়ে ফেরি কনকচাঁপা ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে রওনা দেয়। ঘাট থেকে আধা কিলোমিটার দূরে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে ওঠা ডুবো চরে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে। তাৎক্ষণিক ঘাট থেকে ফেরি কদম এনে আটকা পড়া কনকচাপাকে হেলান দিয়ে রাখা হয়। ভোর রাতে নদীতে জোয়ারের পানি বাড়লে ফেরিটি চলতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন