News71.com
 Bangladesh
 12 Dec 23, 12:30 PM
 260           
 0
 12 Dec 23, 12:30 PM

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত 

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত 

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউপির অনিল কারবারী পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ৪ জন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা, রহিমসাহ ত্রিপুরা। ইউপিডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।
  
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় এসব কর্মীরা জড়ো হয়ে একস্থানে খাবার খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের গুলিতে এদের মৃত্যু হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন