News71.com
 Bangladesh
 01 Oct 24, 10:59 PM
 162           
 0
 01 Oct 24, 10:59 PM

আশুলিয়ায় সংঘর্ষ॥যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায়, নিহত ১

আশুলিয়ায় সংঘর্ষ॥যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায়, নিহত ১

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় শ্রমিক নিহত, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া বাদী হয়ে গতকাল সোমবার রাতে এ মামলা করেন। মামলার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতভর এই গ্রেপ্তার অভিযান চলে।এজাহারে বলা হয়, সোমবার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নীটওয়ার কারখানায় শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন যৌথবাহিনীর সদস্যরা। এ সময় কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের আটকে রাখার গুজব ছড়িয়ে কারখানার বাইরে থাকা শ্রমিকদের উষ্কানি দিয়ে মন্ডল নীটওয়্যারস্ লিমিটেডের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কর্তব্যরত যৌথবাহিনীর সদস্যরা তাদের বিশৃঙ্খলা না করে বাসায় চলে যাওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করে যৌথবাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ভাঙচুর করা হয় সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদের ১১টি গাড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন