News71.com
 Bangladesh
 10 Nov 24, 10:14 PM
 93           
 0
 10 Nov 24, 10:14 PM

‘পকেটমার’ সন্দেহে পুলিশ কনস্টেবলসহ ২ জনকে গণপিটুনি॥

‘পকেটমার’ সন্দেহে পুলিশ কনস্টেবলসহ ২ জনকে গণপিটুনি॥

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘পকেটমার’ সন্দেহে পুলিশের কনস্টেবলসহ দুইজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত দুইজন হলেন, মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫), তিনি ঢাকাস্থ (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আহত আরেকজন ওই কনস্টেবলের বন্ধু মো. রাজু (৪৫), তিনি বরিশালের মুলাদীর নেছার উদ্দিনের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন