News71.com
 Bangladesh
 22 Jul 17, 02:47 AM
 1182           
 0
 22 Jul 17, 02:47 AM

গোপালগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২৭।।

গোপালগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২৭।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযান চলাকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩ জন, মুকসুদপুর থানা সাতজন, কোটালীপাড়া থানা তিনজন, কাশিয়ানী থানা দুজন ও টুঙ্গিপাড়া থানা দুজনকে গ্রেপ্তার করে।এদের মধ্যে নিয়মিত ও মাদক মামলার আসামি রয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন