নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযান চলাকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩ জন, মুকসুদপুর থানা সাতজন, কোটালীপাড়া থানা তিনজন, কাশিয়ানী থানা দুজন ও টুঙ্গিপাড়া থানা দুজনকে গ্রেপ্তার করে।এদের মধ্যে নিয়মিত ও মাদক মামলার আসামি রয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।