নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে।শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেননি তিনি।