নিউজ ডেস্ক : চারজন নাইজেরিয়ান নাগরিকসহ ফেইসবুক বন্ধুবেশী প্রতারক চক্রের ০৭ (সাত) সদস্য গ্রেফতার করা হয়েছে । ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করেছে । আজ ডিএমপ'র ডিবির পক্ষ থেকে মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সন্মেলন করে বিস্তারিত তুলে ধরা হয়েছে। অভিনব কায়দার এ প্রতারনার সবিস্তার তুলে ধরে ডিবির উত্তর বিভাগের উপ কমিশনার চৌকস পুলিশ কর্মকর্তা শেখ নাজমুল আলম পিপিএম(বার), বিপিএম তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন । নিউজ৭১ ডটকমের পাঠকদের উদ্দেশ্যে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল ।
ঘটনাটা এমন, দেশের দক্ষিনাঞ্চলের প্রত্যন্ত জেলা ভোলার চরফ্যাশন এর গ্রাম্য চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করেন। আধুনিকতা খুব একটা স্পর্শ করতে পারেনি এই ধর্মভীরু ভদ্রলোক কে। আর এই তিনিই কি-না পা বাড়ালেন এমন এক প্রতারণার ফাঁদে! হঠাৎ একদিন ফেসবুক এ ফ্রেন্ড রিকোয়েস্ট আসল Prisca Khalifa নামের এক বিদেশী মেয়ের একাউন্ট থেকে। না বুঝেই একসেপ্ট করলেন মোঃ কামরুজ্জামান। আর শুরু হলো তাঁর নিঃস্ব হওয়ার গল্প। এরপর ধীরে ধীরে ম্যাসেঞ্জার চ্যাটিং, Prisca Khalifa মোহনীয় মায়ার জালে আটকে গেলেন গ্রামের সাধারন খেটে খাওয়া মধ্যবয়সী মোঃ কামরুজ্জামান।
চ্যাটিং এর একপর্যায়ে মেয়েটি জানায় সে আফ্রিকার এক রিফুজি ক্যাম্প এ মানবেতর জীবন যাপন করছে। করুণা হয় কামরুজ্জামানের। অনুভূতি শেয়ার করতে যেয়ে ব্যক্তিগত জীবনের গল্প বলে Prisca Khalifa বলে তাঁর বাবা মৃত DR. DAVID WILSON Khalifa নামে লন্ডনের একটি ব্যাংক একাউন্টে ৩.৮ মিলিয়ন ইউ এস ডলার জমা আছে। কিন্তু Prisca Khalifa বর্তমানে খুব অসহায়। এই টাকা উত্তরাধিকারী হিসাবে উত্তোলন এই মুহূর্তে তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে কামরুজ্জামানের কাছে সে সহযোগীতা প্রত্যাশা করে। যদি কিছু টাকা খরচও হয় কামরুজ্জামানের পক্ষে সম্ভব হলে তা খরচ করতে অনুরোধ করে। কামরুজ্জামান বিশ্বাস করে কিন্তু লন্ডনের ব্যাংক থেকে টাকা ফেরত বা এ ধরনের যোগাযোগ করার মত ব্যাক্তিগত স্ট্যাটাস তার নেই। কিন্তু আশ্বস্ত হয় Prisca Khalifa এর কথায়। তিনি কামরুজ্জামান কে তাঁর মনোনীত ব্যারিষ্টার ইব্রাহিম ওসমানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তাঁর কথামত ব্যারিষ্টার ওসমানের সাথে কামরুজ্জামান মেইলে যোগাযোগ করে। শুরু হয় নতুন প্রতারণা। প্রথমে ব্যারিষ্টার সাহেব কামরুজ্জামানকে তার জাতীয় পরিচয় পত্র Affidavit করে ১২৮০ (একহাজার দুইশত আশি) ইউ এস ডলারসহ পাঠানোর পরামর্শ দেয়।
পরামর্শনুযায়ী কামরুজ্জামান প্রথমে জাতীয় পরিচয় পত্র Affidavit করে পাঠায়। ব্যারিষ্টার ইব্রাহিম ওসমান তাকে লিজা আক্তার নামের সিটি ব্যাংক লিমিটেড এর একাউন্ড নাম্বার ২৪০১৭৬০২৫৩০০১, উত্তরা, ঢাকা শাখায় ১২৮০ (একজাহার দুইশত আশি) ইউ এস ডলার এর সমপরিমান বাংলাদেশী টাকা জমা প্রদানের জন্য অনুরোধ করেন। ভিকটিম তার কথা মত উত্তরা পশ্চিম থানাধীন বারেক মঞ্জিল, ৮ রবীন্দ্র স্বরণী, সেক্টর-৭ এ অবস্থিত সিটি ব্যাংকে উক্ত লিজা আক্তার এর একাউন্টে নগদ ১,০২,১৪৪ (একলক্ষ দুইহাজার একশত চুয়াল্লিশ) টাকা জমা করেন। পরবর্তীতে ব্যারিষ্টার ইব্রাহিম ওসমান তার নিকট Prisca Khalifa (প্রিজকা খলিফা) এর বাবার রয়েল ব্যাংকে থাকা অর্থ গ্রহন করার জন্য ভিকটিমের নিকট Power Of Atorny সহ কিছু কাগজপত্র প্রেরণ করে। এরপর ব্যারিষ্টার জানায় কামরুজ্জামানের নামে অর্থ ট্রাসফার করার জন্য তাকে ব্রিটিশ হাইকোর্ট হতে ফাইনাল ক্লিয়ারেন্স আনতে হবে এবং লন্ডন যাওয়া-আসা ও অন্যান্য খরচ বাবদ তাকে ৭৭৫০ (সাত হাজার সাতশত পঞ্চাশ) ইউ এস ডলার দিতে হবে। তার কথা মত ভিকটিম পুনরায় লিজা আক্তার এর সিটি ব্যাংকের একাউন্টে নগদ ৫,০৯০০০/- (পাঁচ লক্ষ নয়হাজার) টাকা প্রদান করেন। একে একে বিভিন্ন অযুহাতে ব্যারিষ্টার সাহেব কামরুজ্জামানকে টাকা পাঠাতে বলে।
এবার পরিবর্তিত হয় ব্যাংক একাউন্ট। ব্যারিষ্টার ইব্রাহিম ওসমান M/S Mohsin Plambing Service Center একাউন্ট নাম্বার ১৪০১৮৮৪১২২০১ সিটি ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড একাউন্ট নাম্বার- ১১৭১১০৩১৬৮৬, উত্তরা শাখা এর ঠিকানায় ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) ইউ এস ডলার করে দুই একাউন্টে মোট ১৩০০ (একহাজার তিনশত) ইউ এস ডলার পাঠানোর অনুরোধ করেন। কথামত টাকা প্রদান অব্যাহত থাকে। আবারো নতুন একাউন্ট আসে (এম এম ইন্টারন্যাশনাল একাউন্ট নাম্বার ০২৪১৩৩০০১৮৮৬৮ সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা)। এই একাউন্টেও ভিকটিম ২,৫০০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেন। পরিশেষে DR. Philip Roy Hampton নামের জনৈক ব্যক্তি জানায় যে, ভিকটিমের একাউন্টে শীঘ্রই ৪,১০,০০০ (চারলক্ষ দশহাজার) ইউ এস ডলার ট্রাসফার হবে। অতঃপর পূনরায় ব্যারিষ্টার ইব্রাহিম ওসমান ভিকটিমকে জানায় যে, ৪,১০,০০০ (চারলক্ষ দশহাজার) ইউ এস ডলার ট্রাসফারের ক্ষেত্রে জটিলতা হয়েছে। British Monitoring Unit কে উল্লিখিত ৪,১০,০০০ (চারলক্ষ দশহাজার) ইউ এস ডলারের জন্য ৩১,৫০০ (একত্রিশ হাজার পাঁচশত) পাউন্ড Tax প্রদান করতে হবে। উক্ত অর্থ না দিলে Prisca Khalifa (প্রিজকা খলিফা) এর ৪,১০,০০০ (চারলক্ষ দশহাজার) ইউ এস ডলার তাঁর নামে ট্রাসফার হবে না মর্মে জানায়। এতক্ষণে সম্বিত ফিরে কামরুজ্জামান এর। বুঝতে পারেন তাঁর জমির বন্ধকির টাকা, সারা জীবনের সঞ্চয়সহ সুদের উপরে গ্রহণ করা ঋণের টাকা সবই আজ মিথ্যা মায়াজালের কাছে খোয়া গেছে। দৃষ্টির গভীরতায় কামরুজ্জামান বাকরুদ্ধ হয়ে পড়েন। দিশেহারা হয়ে ছুটে আসেন ডিবি কার্যালয়ে এডিসি শাহজাহান পিপিএম এর কাছে। সাহায্যের হাত বাড়িয়ে দেন ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম,পিপিএম(বার)। কাজে নেমে পড়েন এডিসি শাহজাহান পিপিএম এবং সিনিয়র এসি গোলাম সাকলায়েন সহ ডিবি উত্তর এর ক্যান্টনমেন্ট জোনাল টিম। গ্রেফতার হয় লিজা আক্তার, তার কথিত স্বামী নাইজেরিয়ান জন আগডি ইউজিও (John Agodi UGO), আফেজ (Afeez), মাইকেল ইউজিনি ব্রাউন (Mikel Eugene brown), নামডি কেলভিন (Nnamdi Kelvin) M/S Mohsin Plambing Service Center এর মালিক মোঃ মহসিন শেখ ও তার স্ত্রী মোছাঃ তাসমিয়া পারভীন ওরফে শিমু।
জানা যায় এই অভিনব প্রতারণার গল্প। লিজা আক্তার, মহসিন শেখ, মহসিনের স্ত্রী তাছমিয়া সহ এক শ্রেনীর লোক ভুল বর্তমান ঠিকানা দিয়ে ব্যাংক একাউন্ট খোলে। তাদের এই একাউন্ট ব্যবহৃত হয় প্রতারিত ব্যাক্তির কাছ থেকে অর্থ আদায়ে আর এর বিনিময়ে তারা পায় ১০% কমিশন। বিপ্লব লস্কর, রেজা ম্যানেজার, পার্টনার কামাল সহ মধ্যস্বত্বভোগীরা পায় ৫%। তাদের কাজ লিজা আক্তার, মহসিনদের কাছ থেকে টাকা নিয়ে মাইকেল ইউজিনি ব্রাউন (Mikel Eugene Brown), নামডি কেলভিন (Nnamdi Kelvin), জন আগডি ইউজিও (John Agodi UGO) প্রমুখের কাছে পৌঁছে দেওয়া। ধৃত নাইজেরিয়ানদের জিজ্ঞাসাবাদে ও তাদের কাছ থেকে জব্দকৃত ল্যাপটপ, মোবাইল অনুসন্ধানে আরো জানা যায়, এদের মূল হোতা ভিন্ন ভিন্ন ভূয়া নামধারী বিদেশী (Wnname), যারা কেউ কেউ সেনেগাল, কেউ কেউ আফ্রিকায় আছে।
কিন্তু তাদের কথায় সন্তুষ্ট হতে পারেনি গোয়েন্দারা। তাদের চোখ আরো গভীরে। তারা জানতে চায় ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ঐ মহিলাটি কে? কেই বা ব্যারিষ্টার ইব্রাহিম ওসমান? তারা কোথায় আছে? সব প্রশ্নের উত্তর মেলেনি এখনও, তবে নিশ্চিত হওয়া গেছে আমাদের ভালবাসার এই দেশেই ভাল মানুষের বেশে লুকিয়ে আছে কোথাও এই প্রতারকরা।
এখানেই শেষ নয়। এই প্রতারকদের গ্রেফতারের খবর শুনে ছুটে এসেছেন আরেক ভুক্তভোগী জনাব শাহনুর হোসেন (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা)। জীবনের শেষ সম্বল পেনশনের ৪০,৩৮,০০০/- টাকা খুইয়েছেন এই একই প্রতারণার ফাঁদে। আমার দেশের সহজ সরল সাধারণ মানুষদের সরলতার সুযোগ নিয়ে যারা এই ঘৃনিত প্রতারণামূলক র্কমকাণ্ড পরিচালনা করে যাচ্ছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু। আসুন সবাই মিলে আরেকবার জেগে উঠি।