News71.com
 Bangladesh
 05 Jul 22, 07:07 PM
 825           
 0
 05 Jul 22, 07:07 PM

ঈদ কেন্দ্রিক চলাফেরায় বেড়েছে রাজধানীর যানজট।। 

ঈদ কেন্দ্রিক চলাফেরায় বেড়েছে রাজধানীর যানজট।। 

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার সঙ্গে যানজট শব্দটি একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে কবেই। কোনো বিশেষ কারণ বা উপলক্ষ ছাড়াই দৈনন্দিন সড়কে যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী।  আসন্ন ঈদ উপলক্ষে মার্কেট ও পশুর হাট কেন্দ্রিক মানুষের চলাফেরার কারণে প্রতিদিনই বাড়ছে যানজট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানায়, যানবাহনের বাড়তি চাপের কারণে কোনো কারণ ছাড়াই সড়কে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে মানুষকে। ঈদের জন্য নগরীর কিছু কিছু মার্কেট-শপিংমলে মানুষের যাতায়াত বেড়েছে।

এখনো পুরোপুরি জমে না উঠলেও পশুর হাটগুলোতে মানুষের আনাগোনা বেড়েছে। এর ফলে সেসব এলাকা কেন্দ্রিক সড়কগুলোতে যানজট বেড়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর কল্যাণপুর, শ্যামলি, ফার্মগেট, শাহবাগ, বনানী ও বাড্ডা এলাকা ঘুরে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। সকালে অফিস শুরু আগে থেকে প্রতিটি ট্রাফিক সিগন্যালেই আটকে থাকতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি সময়। জাবের আল নাহিয়ান নামে একজন জানান, উত্তরা থেকে বনানীগামী সড়কে প্রায় পুরোটা জুড়েই তীব্র যানজট রয়েছে। খিলক্ষেত থেকে বনানী পর্যন্ত দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন