News71.com
 Bangladesh
 11 Jul 22, 08:15 PM
 1175           
 0
 11 Jul 22, 08:15 PM

মাংসের হাড় গলায় আটকে প্রাণ গেল কিশোরের।।

মাংসের হাড় গলায় আটকে প্রাণ গেল কিশোরের।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে কোরবানির মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  রোববার (১০ জুলাই) রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আলিফ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আলিফের বাবার নাম হাবিবুর রহমান। কিছু দিন আগে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

মৃত আলিফের পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন রাতে কোরবানির রান্না করা মাংস খাওয়ার সময় আলিফের গলায় হাড় আটকে যায়। চিকিৎসার জন্য তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।  এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর উপেজলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইমদাদুল হক বিশ্বাস জানান, এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন