নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) রাতে রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুরের শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
তিনি জানান,গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে কিরণমালা পরিবহনের চালক তুষার ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছে। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ মোট তিনজন নিহত হন। তারা হলেন- মিরপুর কমার্স কলেজের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন, মো. রবিউল ইসলাম রুবেল (৩৮) ও মো. মিলন গাজী (৪৫)। রোববার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।