News71.com
 Bangladesh
 03 Aug 22, 06:01 PM
 1163           
 0
 03 Aug 22, 06:01 PM

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।।

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মামুন হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। মামুন রাজশাহী গোদাগাড়ী উপজেলার আশরাফুল ইসলামের ছেলে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, মামুন নির্মাণ শ্রমিকের কাজ করতেন। দীর্ঘদিন চন্দ্রিমা উদ্যানের ৯ নম্বর রোডের ১৭ নম্বর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। থাকতেন ওই ভবনেই। দুপুরে ভবনটিতে কাজ করার সময় ছয় তলা থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। এসআই আরও বলেন, এ সময় আরও একজন শ্রমিক আহত হয়েছেন বলে শুনেছি। তবে তার সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। মামুনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন