News71.com
 Bangladesh
 02 Sep 22, 11:09 AM
 418           
 0
 02 Sep 22, 11:09 AM

পরিচ্ছন্ন কর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার ।। তাপস

পরিচ্ছন্ন কর্মীদের বরাদ্দকৃত বাসা প্রধানমন্ত্রীর উপহার ।। তাপস

নিউজ ডেস্কঃ করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে বরাদ্দকৃত বাসাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নগর ভবন প্রাঙ্গণে নবনির্মিত ১৪ নম্বর আউটফলস্থিত ১০তলা বিশিষ্ট পরিচ্ছন্ন কর্মী নিবাস শাপলা, শালুক ও পলাশে ১৭০ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে বাসা বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

মেয়র বলেন, আজ আমরা ১৭০ জনের মধ্যে বাসা বরাদ্দ দিয়েছি। এই বাসা বরাদ্দ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় হলেও তা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। কারণ এই বাসা বরাদ্দের যে মূল নীতিমালা বা আইন ছিল, সেটি নিয়মিত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের জন্য। কিন্তু শেখ হাসিনা অনুধাবন করেছেন যে, আমাদের এই বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী হরিজন, মুসলিম, তেলেগু, মানামি সম্প্রদায়ের যারা নিম্নআয়ের এবং যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তিনি সিটি করপোরেশনের মাধ্যমে ভবন নির্মাণ করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই বাসস্থানের ব্যবস্থা করে প্রধানমন্ত্রী মায়ের মমতায় আপনাদের (পরিচ্ছন্ন কর্মীদের) ঠিকানা করে দিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন