নিউজ ডেস্কঃ মানবদেহের জন্য ক্ষতিকর দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের নামে ভেজাল প্রসাধনী রাজধানীসহ সারা দেশে বিক্রি করার অপরাধে মো. কামাল হোসেন নামে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। রোববার (৪ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচর থানা এলাকায় ইসলাম নগর আচারওয়ালার ঘাট গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কামরাঙ্গীরচর থানার মধ্য ইসলাম নগর আচারওয়ালার ঘাট গলির একটি বাসায় অবৈধভাবে বিভিন্ন ভেজাল প্রসাধনী আই লাইনার, কাজল, জেল, লিপিস্টিক তৈরি করা হচ্ছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে নকল প্রসাধনীসহ আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি কামাল অবৈধভাবে স্থাপিত ভেজাল প্রসাধনী তৈরি কারখানার কর্মচারী। এ ভেজাল কারখানার মালিক মো. রিপন ও তার সহযোগী মো. জাবেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ফজলুর রহমান।