নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভ থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আগুন ধরানো হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
পুলিশ বলছে, আজ মঙ্গলবার শ্রমিকেরা মহাসড়কে ১০-১২ টি যানবাহন ভাঙচুর করেন। শিল্প পুলিশ ও থানা পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শতশত শ্রমিক পুলিশকে ধাওয়া করেন। পুলিশ আত্মরক্ষার্থে মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। উত্তেজিত শ্রমিকেরা পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় তারা ফাঁড়ির গেট, অফিসের গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর করেন।